কলকাতা কথকতা
মধ্যমগ্রামে শ্যুটআউট, প্রোমোটর নিহত (ভিডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১২-২২
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে ফের একটি বড় প্রশ্ন উঠে গেল মঙ্গলবার সকালে। কলকাতার কাছেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে ঘটে গেল এক শ্যুটআউট এর ঘটনা। কয়েকজন দুষ্কৃতী দুটি বাইকে এসে লোকজনের চোখের সামনে গুলিতে ঝাঁঝরা করে দিল অশোক সরদার নামে এক প্রোমোটরকে। অশোক বাবুকে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দিনের বেলা মানুষের চোখের সামনে এই ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। পুলিশের অনুমান, প্রোমোটিং এর রেষারেষির কারণে প্রাণ দিতে হলো অশোক সরদারকে। মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা পুলিশের হেডকোয়ার্টার। সেখানেই এই ঘটনা ঘটায় বিস্মিত সকলে। পুরোনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। স্থানীয় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে, রাজ্যের আইনশৃঙ্খলা যে তলানিতে এই ঘটনাই তার প্রমাণ।