অনলাইন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার ফাহাদ হত্যার বিচার চলতে বাধা নেই

স্টাফ রিপোর্টার

২১ ডিসেম্বর ২০২০, সোমবার, ৫:২৬ অপরাহ্ন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত পরিবর্তন চেয়ে ১৬ আসামি উচ্চ আদালতে আবেদন করে বিফল হয়েছেন। তাদের আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার ফাহাদ হত্যার বিচার চলতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।
সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরে আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, আদালত পরিবর্তন চেয়ে আসামিদের করা আবেদনটি হাইকোর্টে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। ফলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই।
নথি থেকে জানা যায়, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার চলছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ। মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে ৪০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ৩ ডিসেম্বর আসামিপক্ষ থেকে লিখিতভাবে ওই আদালতের প্রতি অনাস্থা জানানো হয়। এরপর ৮ ডিসেম্বর অনীক সরকারসহ ১৬ আসামি মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন, যা সোমবার শুনানির জন্য ওঠে। পরে আদালত উত্থাপিত হয়নি বিবেচনায় আবেদনটি খারিজ করে দেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। গত ২ সেপ্টেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগপত্রভুক্ত ৩ আসামি পলাতক রয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status