খেলা

ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী-মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০২০, সোমবার, ৯:৩৫ অপরাহ্ন

করোনাভাইরাসের প্রভাবে গত ফুটবল মৌসুম শেষ হতে পারেনি। তবে এবার সেটি মেনে নিয়েই নতুন করে ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামী ২২শে ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। মৌসুম শুরুর টুর্নামেন্টে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ‘ডি’ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যদিও মুক্তিযোদ্ধার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশাবাদী যে, শেষ পর্যন্ত একসময়ের জায়ান্টরা অংশ নেবে। প্রতিযোগিতার শিরোপাধারী বসুন্ধরা কিংস ‘সি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। গত বছর রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। ‘বি’ গ্রুপের চার দল সাইফ স্পোর্টিং ক্লাব, ২০১৬ সালের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা। ‘এ’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ২০১২ সালে সর্বশেষ এ শিরোপার স্বাদ পেয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ওই বছর ট্রেবল জিতেছিল ক্লাবটি। তিনটি ফেডারেশন কাপের সর্বশেষটি শেখ জামাল জিতেছিল ২০১৫ সালে। ১১টি শিরোপা নিয়ে ফেডারেশন কাপের রেকর্ড শিরোপধারী আবাহনী ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা জয়ের পর গত আসরে বসুন্ধরা কিংসের কাছে মুকুট হারায়। ১০ শিরোপার সর্বশেষটি মোহামেডান জিতেছিল ২০০৯ সালে।
এক নজরে গ্রুপিং
গ্রুপ এ: শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ
গ্রুপ বি: সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা
গ্রুপ সি: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ
গ্রুপ ডি: ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি ও ঢাকা মোহামেডান
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status