বাংলারজমিন

বেতন-ভাতার আগেই অবসরে যাচ্ছেন অনেকে পীরগঞ্জে ৬ শতাধিক শিক্ষক কর্মচারীর মানবেতর জীবন

আনজারুল হক, পীরগঞ্জ (রংপুর) থেকে

১৩ ডিসেম্বর ২০২০, রবিবার, ৯:০৪ অপরাহ্ন

 পীরগঞ্জে প্রায় পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও এমপিওভুক্ত হয়নি। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ পাঠদান ও ভালো ফলাফল করেও কর্মরত ৬ শতাধিক শিক্ষক-কর্মচারীর পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার অনেকেই বেতন ভাতা পাবার আগে খালি হাতে চাকরি থেকে অবসরে যেতে বসেছেন। অনুসন্ধানে জানা গেছে, ননএমপিওভুক্ত নিয়োগপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে অনাহারে অর্ধহারে শ্রম দিয়ে প্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে আসছেন। লেখাপড়ায় ছাত্র-ছাত্রীরা ভাল করলেও ভাগ্যে জোটেনি বেতনের টাকা। বেতনের টাকা ভোগ না করে মারা গেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী। আগামী ২/১ বছরের মধ্যেই এসব প্রতিষ্ঠানের প্রায় অর্ধডজন শিক্ষক কর্মচারী অবসরে যাবেন। এরই মধ্যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন ওই শিক্ষক কর্মচারী পরিবারের সদস্যরা। উপজেলার ৬টি কলেজ, ১টি কারিগরি কলেজ, ২২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি দাখিল মাদ্রাসা অধিকাংশই ১৯৯৫-৯৬ সালে স্থাপিত হয়ে সরকারি স্বীকৃতিসহ সব শর্ত পূরণ করলেও এমপিওভুক্তি হয়নি। এমপিওভুক্তি না হওয়ায় অনেকে জীবিকা নির্বাহের তাগিদে বাধ্য হয়ে দিনমজুরসহ অন্য পেশায় চলে যাচ্ছেন। যারা কর্মরত আছেন তারা সরকার প্রদত্ত বেতন ভাতা না পেলেও এমপিওভুক্তির আশায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করে যাচ্ছেন।
এমপিওভুক্তি না হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- পীরগঞ্জ মহাবিদ্যালয়, মহীয়সী বেগম রোকেয়া মহিলা কলেজ, চতরা মহিলা কলেজ, আমোদপুর মহাবিদ্যালয়, কাদিরাবাদ মহিলা কলেজ, শানেরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট, গোবর্ধাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একতার বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ছাতুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, থিরারপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গন্ধর্বপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড় বদনাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড়দরগা শাহ ইসমাইল গাজী (রহঃ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চকরাঙ্গামাটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দুধিয়াবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঘাষিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হরনাথ কানঞ্চগাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হরিণশিং বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জলাইডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লছিমনপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মেধাবিকাশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নখারাপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পলাশবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, খালাশপীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চৈত্রকোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জ্যোতিডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হাজিপুর বালিকা দাখিল মাদ্রাসা, মহদিপুর বালিকা দাখিল মাদ্রাসা, গন্ধর্বপুর বালিকা দাখিল মাদ্রাসা, পালগড় দারুল ইহসান দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর বালিকা দাখিল মাদ্রাসা, চেতনাপাড়া দাখিল মাদ্রাসা, শেরপুর দারুর ইসলাম দাখিল মাদ্রাসা, শানেরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হাসানপুর দাখিল মাদ্রাসা ও সুজারকুটি দাখিল মাদ্রাসা।
এসব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্ল্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমোদন নিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করে আসছে। প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফলসহ সরকারের সকল প্রকার শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত হলেও এমপিও নামক সোনার হরিণের দেখা মেলেনি দীর্ঘ দেড় যুগেও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status