বিনোদন
‘ছায়াদের ঘুম’ নিয়ে হাজির সাব্বির নাসির
স্টাফ রিপোর্টার
২০২০-১২-০৭
সংগীতশিল্পী সাব্বির নাসির দর্শকদের মাঝে এরইমধ্যে বেশকিছু ভিন্ন স্বাদের গান উপহার দিয়েছেন। এবার নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে আবার হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘ছায়াদের ঘুম’। গানের মিউজিক্যাল ফিল্মটি সম্প্রতি গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটিতে কন্ঠ দেবার পাশাপাশি সুরও করেছেন সাব্বির নাসির। শাহান কবন্ধের লেখা, গোলাম রাব্বী সোহাগের মিউজিক কম্পোজিশনে এ গানটির গল্প ও পরিচালনায় ছিলেন জয় মাহমুদ। গায়কের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন ফারহান সীমান্ত, তাসফিয়া জাহিদ সাবা। সাব্বির নাসির বলেন, একদিন গোলাম রাব্বী সোহাগের স্টুডিওতে গেলাম আড্ডা মারতে। সোহাগ একটি গ্রুভ শোনাল। আমি সেই সাথে সাথে গুণ গুণ করতে সুরটা দাঁড়িয়ে গেল। সোহাগ আর আমি একটি গানের কাঠামো দাড় করে ফেললাম। সোহাগ স্মরণাপন্ন হল শাহান কবন্ধের কাছে ঐ টার ওপর একটি লিরিকস লিখে দেয়ার জন্য। সুন্দর বেইজ বাজালেন সোহেল মাহমুদ। লিড টাও ভাল বাজালেন সালেকীন। এভাবে দাড়াল ছায়াদের ঘুম। একটু এক্সপেরিমেন্টাল কিন্তু দারুণ একটি ভিডিও নির্মাণ করলেন জয় মাহমুদ ও তার টিম। সবার প্রতি কৃতজ্ঞতা। উল্লেখ্য, সংগীতশিল্পী সাব্বির নাসির 'হর্ষ', 'ফুল ফোটাব', 'ফাগুন আসছে', 'জল জোছনা', 'পোকা', 'আমারে দিয়া দিলাম তোমারে', 'মৃত জোনাকি', ‘তুমি দমে দম’ গানগুলো দিয়ে অল্প সময়ে বেশ আলোচনায় এসেছেন।