খেলা

‘আইনের ফাঁক গলে চাহালকে মাঠে নামায় ভারত’

স্পোর্টস ডেস্ক

৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ১:৩৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘কনকাশন’ বদলি হিসেবে নেমেই ম্যাচের পার্থক্য গড়ে দেন যুজবেন্দ্র চাহাল। চাহালের ৩/২৫ ম্যাচ জেতানো স্পেলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে ভারত। সফরকারীদের জয় ছাপিয়ে আলোচনায় রবিন্দ্র জাদেজার বদলে চাহালের মাঠে নামার ইস্যু। অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীনই আপত্তি জানিয়েছিল। ‘বিতর্কিত’ কনকাশন সাব নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই।

কনকাশন বা মাথার আঘাতজনিত বদলি হিসেবে খেলোয়াড় বদলের নিয়ম করেছে আইসিসি। এই নিয়মে একই ধরনের খেলোয়াড় নামাতে হয়। শুক্রবার সাত নম্বরে নেমে জাদেজা খেলেন ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস। ভারতের ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের একটি ডেলিভারি ব্যাটের কানায় লেগে তারপর লাগে জাদেজার মাথায়। সে সময় মাঠে কোন চিকিৎসক মাঠে আসেননি। তবে তার আগেই স্পষ্ট ছিল জাদেজার হ্যামস্ট্রিং ইনজুরি। ম্যাচের বিরতিতে জানা যায়, কনকাশন হয়েছে জাদেজার। কনকাশন সমস্যা অনেক সময় মাথায় আঘাত লাগার কয়েক মিনিট, কয়েক ঘণ্টা কিংবা কয়েকদিন পরও বোঝা যায়। জাদেজার পরিবর্তে একজনকে নামাতে কনকাশন বদলির দ্বারস্থ হতেই হতো ভারতের। পাঁচ জন ক্রিকেটার হাতে ছিল বিরাট কোহলিদের। দুই ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়াস আইয়ার এবং তিন বোলার জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চাহাল। কেউই জাদেজার মতো অফস্পিনিং অলরাউন্ডার নন। একই ধরনের খেলোয়াড় না থাকায় ভারত মাঠে নামায় লেগস্পিনার চাহালকে। আনুষ্ঠানিক ঘোষণার পর অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার তর্কে জড়ান ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে।

একই ধরনের খেলোয়াড় না থাকলে কনকাশন বদলির ক্ষেত্রে কোন নিয়ম মানা উচিত সেটার স্পষ্ট ব্যাখা নেই। ভারত সেটারই সুযোগ নিয়েছে বলে মত সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, ‘কনকাশন বদলি নিয়ে বিশদ বিশ্লেষণের প্রয়োজন। একটা আইন করা হয় ভালো কিছুর উদ্দেশ্যেই। তবে আমরা নিয়মের ফাঁকফোকর খুঁজে তা কাজে লাগাতে পারদর্শী। ভারত নিয়মের ফাঁক গলে সুবিধা নিয়েছে কী না জানি না। তবে এটা নিয়ে আইসিসির আরো কাজ করা উচিত। যাতে কেউ এটার বড় সুবিধা আদায় করতে না পারে।’ ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা সরাসরি বলে দিয়েছেন, ‘ভারত আইনের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েছে’।

মাথায় বল লাগার পর বিশ্রাম দিতে সিরিজের বাকি ম্যাচে জাদেজার বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার শার্দুল ঠাকুর। আগামীকাল রোববার সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status