বিনোদন

আলাপন

এই পুরস্কার অনেককে উৎসাহিত করবে -তারিক আনাম খান

এন আই বুলবুল

৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের দাপুটে অভিনেতা তারিক আনাম খান। ২০১৯ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। ‘আবার বসন্ত’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তারিক আনাম খানের বিপরীতে ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এই অভিনেতা জাতীয় পুরস্কার প্রাপ্তিতে ছবিটির নির্মাতা ও সহশিল্পীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারিক আনাম বলেন, আমি নির্মাতার কাছে কৃতজ্ঞ আমাকে নিয়ে এমন একটি রিস্ক নেবার জন্য। কারন এই ছবির সহশিল্পী স্পর্শিয়া আর আমার বয়সের ব্যবধান অনেক। সেদিক থেকে নির্মাতা এমন গল্পে কাজ করার সুযোগ দিয়েছেন বলেই আমি সম্মানিত হচ্ছি। আমি মনে করি এই পুরস্কার অনেককে উৎসাহিত করবে। তারিক আনাম খান তার এই পুরস্কার উৎসর্গ করেছেন সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা আলী যাকেরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রদ্ধেয় আলী যাকেরকে উৎসর্গ করছি আমার এই পুরস্কার। তাকে দেখেই আমি অভিনয় শিখেছি। এদিকে এই অভিনেতা এখন ব্যস্ত আছেন শিহাব শাহিন পরিচালিত ‘যদি... কিন্তু... তবুও’ ছবির শুটিং নিয়ে। এতে তিনি নুসরাত ফারিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন বলে জানান। এছাড়া তিনি ‘গাঙছিল’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। করোনায় তারিক আনামের সমসাময়িক অনেক শিল্পী নিরাপদে বাসায় আছেন। সেদিক থেকে বিপরীতমুখী তিনি। কেন ঝুঁকি নিচ্ছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজ করলে মানসিক শান্তি পাই। ঘরে বসে থাকলে অবসাদে ভুগবো। তাই স্বাস্থ্যবিধি মেনেই আমি কাজ করছি। এদিকে নতুন প্রজন্মের অনেকে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কেন এমনটা হচ্ছে মনে করেন? এ অভিনেতা বলেন, আমাদের এখানে সিস্টেমের কিছু ভুল আছে। আবার অনেক সময় গল্প তেমন হচ্ছে না বলেও দুই প্রজন্মের কাজ হচ্ছে না একসঙ্গে। ‘আবার বসন্ত’র মতো গল্প হলে আমি মনে করি দুই প্রজন্মের কাজ করতে অসুবিধে নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status