খেলা

‘ওজিলকে ফিরিয়ে আনুন’ আর্সেনাল ভক্তের আকুতি

স্পোর্টস ডেস্ক

৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ৮:৫৩ অপরাহ্ন

করোনাভাইরাসের কারণে দর্শকহীন গ্যালারিতেই চলছিল সব ধরনের ফুটবল।  অবশেষে দর্শক ফিরলো ইংল্যান্ডের গ্যালারিতে। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লীগে আর্সেনাল-র‌্যাপিড ভিয়েনা ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে প্রায় ২ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। নিজেদের মাঠে দীর্ঘ নয় মাস পর খেলা দেখার সুযোগে মনের চাপা কষ্ট প্রকাশ করলেন এক আর্সেনাল ভক্ত।  চুক্তি শেষ হওয়ার আগেই ব্রাত্য হওয়া মেসুত ওজিলকে ফিরিয়ে আনার আকুতি জানান প্ল্যাকার্ড হাতে।  ম্যাচটিতে ৪-১ গোলের ব্যবধানে র‌্যাপিডকে হারায় গানাররা।
মৌসুমের শুরুতেই আর্সেনাল বস মিকেল আর্তেতার মুখে মেসুত ওজিলকে ছেড়ে দেয়ার আভাস পাওয়া গিয়েছিল। তিনি জানিয়েছিলেন, তার পজিশনে অন্যরা আরো ভালো করার সামর্থ্য রাখে। এরপর একে একে ইউরোপা ও প্রিমিয়ার লীগের স্কোয়াড থেকে বাদ দেয়া হয় ওজিলকে ।
আর্সেনালের জার্সিতে ওজিলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ক্যারিয়ারে গানারদের হয়ে মোট ২৫৪ ম্যাচে মাঠে নামেন ওজিল। যেখানে মোট ৪৪ গোলের পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট রয়েছে তার। প্রিমিয়ার লীগে গানারদের হয়ে ১৮৪ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে ৫৮টি  অ্যাসিস্ট রয়েছে তুর্কি বংশোদ্ভূত এই জার্মান তারকার।
এদিন মাঠে ঢুকে হাত তালি দিয়ে দর্শকদের অভিবাদন জানান আর্সেনাল খেলোয়াড়রা। দীর্ঘ সময় পর দর্শক প্রত্যাবর্তনের ম্যাচটিতে সমর্থকদের  আনন্দিত করতে বেশি সময় নেয়নি গানাররা। ম্যাচের মাত্র ১০মিনিটেই দুর্দান্ত শটে র‌্যাপিড ভিয়েনার গোলকিপারকে পরাস্ত করেন আর্সেনালের ফরাসি স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেত।
৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন পাবলো মারি। রেইস নেলসনের করা কর্নার কিক থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে আর্সেনালে যোগ দেয়া স্প্যানিয়ার্ড ডিফেন্ডার। বিরতির আগে দলের পক্ষে তৃতীয় গোল করেন এডওয়ার্ড এনকিতিয়াহ।
৪৭ তম মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন ভিয়েনার কোয়া কিতাগাওয়া। বদলি নামার পর ভিয়েনার জালে শেষ পেরেক ঠুকে দেন আর্সেনালের এমিল স্মিথ রোভে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status