খেলা

নাসিমের কৃতিত্বে উচ্ছ্বসিত কেন্দুয়া

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ৮:৫২ অপরাহ্ন

 বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২০ আসরে অংশ নিয়ে ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে কেন্দুয়ার মো. নাসিম। এ ছাড়াও ১০০ মিটার দৌড় ও লম্বা লাফে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। গত ২৭ ও ২৮শে নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমির এসএসসি পরীক্ষার্থী নাসিমের এ কৃতিত্বে বাবা-মা ও নিজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল মহলে বইছে আনন্দের উচ্ছ্বাস। উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের বাবুল ইসলাম বাবুলের গর্বিত সন্তান মোঃ নাসিম। বাবুল একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর মা জুবেদা আক্তার গৃহিনী। ৫ ভাই-বোনের মধ্যে নাসিম দ্বিতীয়। ২০১৬ সালে নাসিম ভর্তি হয় কেন্দুয়া পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমীতে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা চালিয়ে যায় নাসিম। ২৯শে নভেম্বর নাসিমকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থা। নাসিমের মা জুবেদা বলেন, ‘নাসিম ও তার অন্য সন্তানরা ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। ঘরের শো-কেস পূর্ণ আমার সন্তানদের মেডেল ট্রফি ও নানা পুরস্কারে। নাসিমের বাবা বাবুল ইসলাম বলেন, ‘নাসিমের এ সাফল্যের জন্য আমরা গর্ববোধ করছি। আমি গরীব মানুষ। ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। মোঃ নাসিম জানায়, সে খেলাধুলায় অনেক বড় হয়ে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনতে চায়। কেন্দুয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘নাসিমের এই সাফল্য কেন্দুয়া তথা গোটা নেত্রকোণাবাসীর। আমার বিশ্বাস সে একদিন বড় মাপের খেলোয়াড় হবে এবং কেন্দুয়াকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেবে।। সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক শহিদুল হক বলেন, নাসিম আমাদের গর্ব সে আমাদের মুখ উজ্জ্বল করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status