মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন (১ মাস আগে) ডিসেম্বর ৪, ২০২০, শুক্রবার, ৮:২৯ অপরাহ্ন
নিউ ইয়র্কের ১০২ বছরের এক নারী দ্বিতীয় বারের মতো করোনা জয় করলেন। এর আগে তিনি ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুও জয় করেছিলেন। ক্যান্সারেও আক্রান্ত হয়ে তাতে জয় পেয়েছেন এই নারী। অ্যাঞ্জেলিনা ফ্রাইডম্যান নামের ওই নারী নিউ ইয়র্কের মোহেগান লেকের একটি নার্সিং হোমে থাকেন। এ বছরের মার্চ মাসে তিনি প্রথম করোনা আক্রান্ত হন।
এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তার মেয়ে জোয়ান মেরোলা বলেন, আমার মা যখন প্রথমবার করোনা আক্রান্ত হন তখন তার কোনো উপসর্গই দেখা যায়নি। তবে তার ১০ দিন ব্যাপী জ্বর ছিল। এরপর তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
তবে গত অক্টোবরে তিনি আবারও করোনায় আক্রান্ত হন। এবার তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। মেরোলা জানান, এবার তার মার প্রচণ্ড জ্বর আসে সঙ্গে ছিল কাশি। তবে এবারও তিনি করোনা জয় করতে সক্ষম হন। নভেম্বরে সর্বশেষ পরীক্ষায় তার করোনার ফলাফল নেগেটিভ আসে।