খেলা

কেন উইলিয়ামসনের প্রথম ‘২৫০’

স্পোর্টস ডেস্ক

৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ২:২৯ অপরাহ্ন

টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সেরা ইনিংস উপহার দিলেন কেন উইলিয়ামসন। আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিনে কিউই অধিনায়ক আউট হন ২৫১ রান করে। এর আগে টেস্টে উইলিয়ামসনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ২৪২* রানের। ৫ বছর আগে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি। টেস্টে মোট তিনটি দ্বিশতক হাঁকিয়েছেন উইলিয়ামসন।
হ্যামিলটনে প্রথম দিন শেষে ৯৭ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ২২তম টেস্ট শতক পূর্ণ করার পর ডাবল সেঞ্চুরি তুলে আউট হন দলীয় ৫০৩ রানে। ৪১২ বলে ২৫১ রানের ইনিংসটি উইলিয়ামসন সাজান ৩৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। তার বিদায়ের পর স্কোরবোর্ডে আর ১৬ রান যোগ করে ৭ উইকেটে ৫১৯ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কাইল জেমিসন ৬৪ বলে ৫১ ও টিম সাউদি ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।
জবাবে ২৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রান নিয়ে তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status