খেলা

রাজশাহীর বিপক্ষে ‘মরিয়া’ ঢাকা

স্পোর্টস রিপোর্টার

৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ৮:৩৪ পূর্বাহ্ন

টানা তিন ম্যাচ হারের পর জয়ের মুখ দেখেছে বেক্সিমকো ঢাকা। আগের ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালকে হারায় মুশফিকুর রহীমের দল। আজ নিজেদের পঞ্চম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে মুশফিকের দল। মিরপুর শেরেবাংলা মাঠে খেলা শুরু বিকাল ৫টায়। আগের সূচি অনুসারে সন্ধ্যা ৭ টায় খেলা মাঠে গড়ানোর কথা ছিল। আর প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে কাতারের বিপক্ষে আজ রাত ১০টায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল দল মাঠে নামবে। যে কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আজকের খেলার সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে বলেই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে।
আসরের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ২ রানের হার দিয়ে শুরু করেছিল ঢাকা। তাই আজ দ্বিতীয় দেখায় ঢাকার প্রতিশোধের ম্যাচ বললে ভুল হবে না। এমন ম্যাচে জয় পেতে মরিয়া দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘অবশ্যই  মোমেন্টামটা (জয়) খুব প্রয়োজন ছিল। প্রথম জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তিন ম্যাচে কোনো পয়েন্ট নিতে পারিনি। নেক্সট ম্যাচ আমাদের রাজশাহীর বিপক্ষে। তাদের কাছে প্রথম ম্যাচে ২ রানে হেরেছিলাম। তারা খুব শক্ত দল, ভালো দল। আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। আমরা চাইবো নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে।’
রাজশাহী দলে নেই কোনো ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। তবুও তারা দারুণ খেলছে। নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে ঢাকাকে। পরের ম্যাচে তারা হারায় মাহমুদুল্লাহ রিয়াদের খুলনাকে। তবে টানা দুই জয়ের পর বরিশাল ও চট্টগ্রামের কাছে  হেরে যায়। বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ বলেন, ‘অবশ্যই আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। সেটা আমাদের খেলাই বলে দিচ্ছে। ৪ ম্যাচে মাত্র একটা জিতেছি। তারপরও আমি বিশ্বাস রাখতে চাই। কারণ আমি ছেলেদের মধ্যে অনেক ট্যালেন্ট দেখেছি। সামর্থ্য আছে তাদের।’ সর্বশেষ ম্যাচে শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে শেষ ওভারে মাত্র ১ রানে হেরে যায় রাজশাহী।
তামিমের জয়ে ফেরার লড়াই
আসরের প্রথম ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। সেই ম্যাচে তারা হেরে যায় ৪ উইকেটে। দুই দলের দ্বিতীয় দেখা আজ। মাহমদুুল্লাহ রিয়াদের খুলনা ৪ ম্যাচে জিতেছে ২টিতে। অন্যদিকে তামিমরা সমান ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। তাদের জন্য আজ যেমন জয়ে ফেরার লড়াই। তেমনি খুলনার জন্য সুযোগ এগিয়ে যাওয়ার। জেমকন খুলনার ব্যাটিং কোচ আফতাব আহমেদ মনে করেন লম্বা সময় পর মাঠে ক্রিকেট ফেরায় ছন্দ পেতে একটু সময় লাগছে। তিনি বলেন, ‘একটা বছর আমাদের গ্যাপ ছিল, সেখান থেকে এসে শতভাগ পাওয়াটা খুবই কঠিন। তারপরও ওরা যথেষ্ট চেষ্টা করছে এবং ম্যাচে ফিরেছে। আমার মনে হয় ৪টা ম্যাচে আমরা একটা শেপে আছি এবং বাকি ৪টা ম্যাচে হয়তো আরও বেটার রেজাল্ট হবে। আসরে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। খুলনার ব্যাটিং কোচ বলেন, ‘কোন সন্দেহ নেই, সবাই জানে সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে যে কোনো সময় কামব্যাক করবে। প্রথম দুই ম্যাচ থেকে এখন বেটার শেপে আছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status