কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কোভ্যাক্সিন ট্রায়ালে প্রথম টিকাটি নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

বিশেষ সংবাদদাতা,কলকাতা

২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১০:২২ পূর্বাহ্ন

বুধবার বেলেঘাটার নাইসেড-এ কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হলে ফিরহাদ হাকিম স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম টিকাটি নেন৷   তিনি বলেন,  কলকাতায় মানুষ হয়েছি,  কলকাতার জলহাওয়ায় বড় হয়েছি৷ এই কলকাতায় যখন টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরুর কথা জেনেছিলাম,  কলকাতার প্রাক্তন মেয়র হিসেবে আমারই প্রথম টিকা  নেওয়া উচিত৷   তাই,  আমি আজ প্রথম টিকা নিলাম৷  রাত পর্যন্ত টিকার কোন  প্রতিক্রিয়া হয়নি৷  রাতে মানবজমিনকে জানালেন,  নাইসেড  যদিও তাঁকে নজরদারিতে রেখেছে৷ কিন্তু তাঁর শরীর একদম ঠিক আছে৷  তিনি জানান,  কোভাকসিন যেহেতু সম্পূর্ণ ভারতীয় টিকা তাই তিনি এই ভ্যাকসিনের সাফল্য প্রার্থনা করছেন ৷ উল্লেখযোগ্য,  ভারতের ছাব্বিশটি শহরে কোভাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে৷ এই ট্রায়ালে উৎড়ে গেলেই বাণিজ্যিকভাবে এই করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন ভারতীয় বাজারে আসবে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status