খেলা

ছয় হাজারি ক্লাবে তামিম

স্পোর্টস রিপোর্টার

৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:৩১ পূর্বাহ্ন

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। এতদিন বাঁহাতি ওপেনারের রান ছিল ৫ হাজার ৯৭৩। ছয় হাজারের ক্লাবে প্রবেশ করতে বাকি ছিল ২৭ রান। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলেই পূরণ করেন সেই মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও তামিম দেশি ও বিদেশি মিলিয়ে  ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে ম্যাচ খেলেছেন ২১৩টি। এরমধ্যে তামিমের আন্তর্জাতিক ম্যাচ ৭৮টি। সেখানে ১ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ১ হাজার ৭৫৮ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ম্যাচ দিয়েই গত শনিবার সাকিব পূরণ করেন ৫ হাজার রান। তামিমের ৬ হাজার এসেছে ২১২ ইনিংসে, সাকিবের এখন ৫ হাজার ১১ রান ২৮৫ ইনিংসে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় অবশ্য মিডল অর্ডারে ব্যাট করেছেন সাকিব। বাংলাদেশের হয়ে তামিম ও সাকিবের পর রানের তালিকায় আছেন মুশফিকুর রহীম। তামিমের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি মুশফিক শুরু করেছেন ৪ হাজার ৭৯ রান নিয়ে। খেলেছেন ১৮০ ইনিংস। ১৯৮ ইনিংসে ৩ হাজার ৯৪৩ রান করে পাঁচে মাহমুদুল্লাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status