শিক্ষাঙ্গন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবিতে বিক্ষোভ

কুবি প্রতিনিধি

২ ডিসেম্বর ২০২০, বুধবার, ৩:২৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।  

এসময় শিক্ষাথীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান করেন। বাংলা বিভাগের ১০ম বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাঁটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা এমনকি নিয়োগও পরীক্ষাও হচ্ছে তাহলে আমাদের স্নাতক চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি। ২৫ই নভেম্বর আমাদের যে আন্দোলন হয়েছিল তখন বলা হয়েছিল ইউজিসিকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে চিঠি দিবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি পাঠিয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই।

এদিকে বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.মো.আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে বলে শিক্ষাথীদের আশ্বস্থ করেন। তিনি  বলেন, তোমাদের দাবি যৌক্তিক। আজকে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে পরীক্ষার বিষয়ে আমাদের মিটিং আছে। আমরা অতি শিগগিরই  পরীক্ষার রুটিন জানিয়ে দেব।
 
এসময় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে মুঠোফোনে সংযোগ করে দেন। ভিসি শিক্ষার্থীদের বলেন, ইউজিসির সঙ্গে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিংএ স্নাতক চূড়ান্ত পরীক্ষার বিষয়ে কথাও হয়। আমরা পরীক্ষা নেয়ার ব্যাপারে আমাদের ভর্তি পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি । খুব শিগগিরই পরীক্ষা নেয়া হবে ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status