অনলাইন

ব্রিটেনে রেকর্ড সংখ্যক বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা, মঙ্গলবার ৬০৩ জন

খালেদ মাসুদ রনি, ব্রিটেন থেকে

২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১০:১৫ পূর্বাহ্ন

ব্রিটেনে গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও রেকর্ড সংখ্যক বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরো ৬০৩ জন। যা গতকালের চেয়ে ৪০০ জন বেশি। সোমবার ছিল ২০৫ জন। রবিবার ছিল ২১৫ জন, শনিবার  মৃত্যু বরণ করেন ৪৭৯ জন,শুক্রবার  মৃত্যু বরণ করেছেন ৫২১ জন । মোট মৃতের সংখ্যা ৫৯ হাজার ৫১ জন। এই মৃত্যুর পরিসংখ্যানে মঙ্গলবার হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃত্যুর সংখ্যা যুক্ত করা হয়েছে।এছাড়া সোমবার আক্রান্তের সংখ্যা ছিলো ১২,৩৩০জন, রবিবার ছিলো ১২,১৫৫ জন, শনিবার আক্রান্ত হয়েছিলেন ১৫ ৮৭১ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন  ১৬ ,০২২জন,। মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা  দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৩ হাজার ৮৬ জন।


এদিকে,গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন,ওয়েলসে ২৩ জন, স্বটল্যান্ডে ৩৪ জন। উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। আজ বুধবার লকডাউন শেষ হওয়ার আগেই এত মৃত্যুর সংখ্যা বাড়ায় জনমনে শঙ্কা দেখা দিয়েছে। লকডাউন শেষ হওয়ার পর পরিস্থিতি কোনদিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে।

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status