কলকাতা কথকতা

কলকাতা কথকতা

দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিকতা, তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দিল বিএসএফ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৪২ পূর্বাহ্ন

সীমান্ত সমস্যা নিয়ে ভারতের বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের বৈঠক বহুবার হয়েছে। কিন্তু, মঙ্গলবার দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে যে ফ্ল্যাগ মিটিং করলো তা হার্দিক এবং মানবিক। এই প্রথম কোনও শাস্তি না দিয়ে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ। কারণ, তিনজনই নিরীহ, নির্বিরোধী নাগরিক। ভারতের নিরাপত্তার জন্যে বিপজ্জনক নয়। বিজিবিও নিরাপদে এই তিনজনকে বিনা শাস্তিতে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে নজির সৃষ্টি করল।
গত রোববার ৯৭ ও ১০৭ বিএসএফ ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার নাদিয়া জেলার কৃষ্ণনগর এর কাছে মাদুপুর - উত্তরপাড়ার সীমান্ত অতিক্রম করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ৩০ বছরের মাবিয়া শেখ এবং ৩৭ বছরের রিবা মফিজুল শেখ। দু'বছর আগে তারা দালালের হাত ধরে ভারতের আহমেদাবাদ গিয়েছিল চাকরি নিয়ে। জেরায় সীতারাম পোসচিইয়া গ্রামের বাসিন্দা মাবিয়া এবং হরিডাঙ্গার বাসিনা রিবা জানায়, বাংলাদেশে ফেরার জন্যে আহমেদাবাদে দালাল মিরাজ খানকে তারা ১৫ হাজার টাকা দিয়েছে। দ্বিতীয় ঘটনায় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার সময় ধরা পড়ে বাংলাদেশের যশোরের রানিআলি গ্রামের মেয়ে মিতালি তরফদার। তিনজনকেই এই প্রথম দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী গ্রামে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে বিনা শাস্তিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status