বাংলারজমিন

মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে ওসি’র প্রচারণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২ ডিসেম্বর ২০২০, বুধবার, ৮:৩৭ পূর্বাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনা বাড়াতে প্রচারণা চালিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ। ‘মাস্ক পরিধান ব্যতীত যাত্রী পরিবহন নিষেধ’, ‘নো মাস্ক-নো এন্ট্রি’Ñ লেখা সংবলিত স্টিকার সিএনজি-অটোরিকশাসহ অন্যান্য পরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ পয়েন্টে লাগিয়ে এমন প্রচারণা চালিয়েছে থানা পুলিশ।
গতকাল সকাল ১১টার দিকে পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডে প্রচারণা শুরু করেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান।
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতেই এমন প্রচারণা চালানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও পৌর সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও জনগুরুত্বপূর্ণ স্থানে স্টিকার লাগিয়ে ও লোকজনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
পাকুন্দিয়া পৌর এলাকার সাব-রেজিস্ট্র্রি অফিসের সামনে অবস্থিত সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড থেকে কার্যক্রম শুরু হয়। সিএনজি, অটোরিকশা ও অন্যান্য পরিবহনে ‘নো মাস্ক, নো এন্ট্রি’, ‘মাস্ক পরিধান ব্যতীত যাত্রী পরিবহন নিষেধ’Ñ লেখা সংবলিত স্টিকার লাগানো হয়। এ সময় উপস্থিত যাত্রী-চালক ও লোকজনের উপস্থিতিতে করোনাভাইরাস প্রতিরোধে করণীয়, সতর্কতা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, গাড়িচোর রোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ওসি। পরে পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। মাস্ক পরিধানে লোকজনকে সচেতন করার লক্ষ্যে সচেতনামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করে থানা পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status