অনলাইন

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে বিরুপ মন্তব্যের প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০২০-১২-০১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণে অপমাননাকর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী এম এ সালামের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।     
মঙ্গলবার সকালে কেওঢালা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত  মোহাম্মদ শহীদ  ভিপি বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী আরিফুল ইসলাম আলীনূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমানুল্লাহ আমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ইমন শাফি, আওয়ামীলীগ  নেতা আজিজুল হক, গাজী রাসেল, শাহ আলম প্রমূখ।  
 নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ ভিপি বাদল বলেন, হাজার বছরের  শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের আপনাদের সকল শ্রেণির  পেশার মানুষের নেতা। বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ বা তাকে নিয়ে অপমাননাকর বক্তব্য আমরা কোনো ভাবেই মেনে নিতে পারিনা। যারা ধর্মকে পূঁজি করে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status