বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনসমাগমে মাস্ক ব্যবহার না করায় পাঁচজনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
জানা যায়, রোববার দুপুরে ও বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ড্রাইভার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করেন। পথচারী, টমটম চালক ও ব্যবসায়ীসহ ৫ ব্যক্তিকে মাস্ক ব্যবহার না করার দায়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে ।
একইদিন বিকালে উপজেলার নসরতপুর এলাকায়ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২ ও ৭৫ ধারায় প্রদত্ত আটটি মামলায় ১৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগমে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলতে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে। তাই চলাচলকালে মাস্ক পরার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এ অভিযান চলমান থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status