বাংলারজমিন

আজমিরীগঞ্জে যুবলীগ নেতার জায়গা দখল

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি ভূমি  দখলের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীবের বিরুদ্ধে। তিনি সড়ক ও জনপদ বিভাগের নব নির্মিত সড়কের প্রতিরোধ ব্লক ভেঙে দোকান ঘর নির্মাণের চেষ্টা করেন।  এ নিয়ে এলাকার জনসাধারণ ও সচেতন মহলের  মধ্যে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, যুবলীগ নেতা সজীব (২৪ নভেম্বর) বাইদ্দ্যার বিল এলাকায় ক্ষমতার দাপটে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার প্রতিরোধ ব্লক ভেঙে সরকারি খাস জায়গায় একটি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ তহশিলদার  এবং সার্ভেয়ারকে সরজমিনে পাঠান। তারা সরজমিনে গিয়ে সরকারি ভূমিতে কাজ করতে নিষেধ করেন এবং স্থাপনা অন্যত্র সরিয়ে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু শুক্র ও শনিবার সরকারি ছুটির সুযোগকে কাজে লাগিয়ে ভাইস চেয়ারম্যান সজিব দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যান। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানতে পেরে আজমিরীগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এর আগে সজিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন ভুমিতে মাটি ফেলে দখলের চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেন। তাতে কর্ণপাত না করে মাটি ভরাট চালিয়ে যায় সজিব। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানতে পেরে তাৎক্ষণিক মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, দোকান ঘর নির্মাণোর খবর পেয়ে আমি সার্ভেয়ারকে সরজমিনে পাঠাই। সার্ভেয়ার আমাকে জানান, ঘরটি সরকারি জমিতে তৈরি করা হচ্ছে। তখন নির্মাণ কাজ বন্ধ করে ঘরটি অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। কিন্তু শনিবার দুপুরে ঘরটি পুনঃনির্মাণ করা হলে আমি থানায় বিষয়টি অবহিত করি, এরপর পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status