ভারত

ভারতে দাবি উঠল কোহলি-শাস্ত্রীকে সরিয়ে রোহিত - মাহেলাকে আনার

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২০-১১-৩০

অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজ হারার পর ভারত জুড়ে দাবি উঠেছে, অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে সরানোর। এই দাবির থেকেও ভারতীয়রা উচকিত রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে অপসারণের দাবিতে। সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি নিয়ে ঝড় উঠেছে। অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা চাইছে রোহিত শর্মাকে। রবি শাস্ত্রীর জায়গায় তাদের পছন্দ শ্রীলংকার মাহেলা জয়বর্ধন। নেটিজেনদের সাফ বক্তব্য, অধিনায়ক হিসেবে কোহলির আর দেয়ার কিছু নেই। সেই জায়গায় ফর্মে থাকা হিটম্যান রোহিত শর্মাকে দলনেতার পদে বসানো হোক। বিশেষত বিরাট যেভাবে পিতৃত্বকালীন ছুটি নিয়ে একটি টেস্ট খেলেই অস্ট্রেলিয়া থেকে দেশে চলে আসছেন সেটিও সমালোচনার লেন্সে। স্বয়ং সুনীল গাভাস্কার আজ মন্তব্য করেছেন যে তাঁরা এইরকম ছুটির কথা সফরের মাঝপথে ভাবতে পারতেন না। রবি শাস্ত্রী সম্পর্কে ভারতীয় নেটিজেনদের সাফ বক্তব্য, উনি মাঠে আছেন তাই বোঝা যায়না। ওঁর জায়গায় তাই শ্রীলংকা থেকে মাহেলা জয়বর্ধনকে কোচ করা হোক। উনি ভারতীয়দের মানসিকতা সম্পর্কে অবহিত।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status