অনলাইন

বৃটেনে রোববার আক্রান্ত ১২,১৫৫ জন, মৃত্যু ২১৫ জন

খালেদ মাসুদ রনি,বৃটেন থেকে

৩০ নভেম্বর ২০২০, সোমবার, ১০:৪৮ পূর্বাহ্ন

লকডাউনের শেষের দিকে বৃটেনে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার। গত কয়েকদিন আক্রান্ত ও মৃত্যুর হার কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বুধবার ৪ সপ্তাহের লকডাউন শেষ হচ্ছে। ক্রিসমাসকে সামনে রেখে লকডাউন প্রত্যাহার হলে করোনা ভাইরাসে তৃতীয় ঝুঁকিতে রয়েছে দেশটি বলে সতর্ক করেছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেছেন, ক্রিসমাসের ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে তৃতীয় তরঙ্গের মুখোমুখি হতে পারে। তবে বিবিসির অ্যান্ডু মার শোতে উপস্থিত হয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব ২০২১ সালে জাতীয় লকডাউন অস্বীকার করেছেন। তবে লকডাউন না হলেও দেশটি আগের মত টিয়ার সিস্টেমের অধিনে চলবে।

এদিকে, রোববার ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২,১৫৫ জন। এছাড়া মৃত্যু বরণ করেছেন ২১৫ জন। যা শনিবারের তুলনায় অনেক কম। শনিবার আক্রান্ত হয়েছিলেন ১৫,৮৭১ জন। মৃত্যু বরণ করেন ৪৭৯ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ১৬ ,০২২জন। মৃত্যু বরণ করেছেন ৫২১ জন। মোট আক্রান্ত ১৬,১৭৩২৭ জন। মৃত্যু বরণ করেছেন ৫৮,২৪৫ জন। এ তালিকা হাসপাতাল ও হাসপাতালের বাহিরের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status