খেলা

গোল করে ম্যারাডোনাকে স্মরণ করলেন মেসি

স্পোর্টস ডেস্ক

২০২০-১১-২৯

আগের দিন দেপোর্তিভো আলাভেসের কাছে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারলেও আজ ঠিকই বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লা লিগায় রবিবার বার্সেলনো ওসাসুনাকে হারিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। ন্যু ক্যাম্পে এদিন একটি করে গোল করেছেন ব্রাথওয়েট, গ্রিজম্যান কুটিনহো ও লিওনেল মেসি।
লীগে আগের ছয় ম্যাচে মাত্র একটিতে জেতা বার্সেলোনা একাদশ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢোকা অঁতোয়ান গ্রিজমানকে আটকাতে নিজের পজিশন ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক। তাকে কাটিয়ে ফরাসি ফরোয়ার্ড ব্যাকপাস দেন ফিলিপে কুটিনহোকে। ফাঁকায় বল পেয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার উনাই গার্সিয়া।
আগের ছয় রাউন্ডেই গোল হজম করা বার্সেলোনার রক্ষণে ১৯তম মিনিটে ভীতি ছড়ায় ওসাসুনা। তবে ছয় গজ বক্সের মুখ থেকে আন্তে বুদিমিরের ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। প্রতিপক্ষের রক্ষণে প্রবল চাপ ধরে রাখা বার্সেলোনার গোলের অপেক্ষা শেষ হয় ২৯তম মিনিটে। বাঁ দিক থেকে জডি আলবার বাড়ানো পাস গোলমুখে পেয়ে কুটিনহোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বলে মার্টিন ব্রাথওয়েটের শটও দারুণ ক্ষিপ্রতায় ঠেকান এররেরা, তবে এবারও পারেননি বল হাতে রাখতে। ডেনিশ ফরোয়ার্ডের দ্বিতীয় প্রচেষ্টায় বল গোললাইন পার হয়।
৪২তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কুটিনহো। গ্রিজমানের ছোট পাস পেয়ে ছয গজ বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
ম্যাচের ৭৩তম মিনিটে চমৎকার এক গোলে ওপারে পাড়ি দেওয়া কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি।
ত্রিনকাওয়ের পাস ডি-বক্সের বাইরে ধরে আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন মেসি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status