বাংলারজমিন

দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৩০ নভেম্বর ২০২০, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমাদাদুল ইসলাম ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে সিসিকের ২৬নং ওয়ার্ডের ভার্থখলার বাসিন্দা আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল আলিম আক্তার হোসেন, মতিউর রহমান, ফেরদুস মিয়া, সাকিব আহমেদ, সোহাগ, জামি আহমদ, মকবুল মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, কীনব্রিজের দক্ষিণ মুখ থেকে ভার্থখলা টার্মিনাল রোড, সিলেট রেলওয়ে স্টেশন, কদমতলী পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশে সড়ক ও জনপথের কোটি টাকা মূল্যে সরকারি ভূমি অবৈধভাবে দখল করে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী মহল। বর্তমান বিএস রেকর্ডকালে প্রভাবশালীরা তাদের নামে সরকারি ভূমি রেকর্ড করে নিয়েছে। ওই রেকর্ড বাতিল করে স্থানীয়দের বাসা-বাড়িতে যাতায়াতের রাস্তা খুলে দেয়ার জোর দাবি জানানো হয়েছে। মানবিক কারণে ভুক্তভোগীদের বাড়ি হতে বের হওয়ার সুবিধার্থে ও সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সিলেটে জেলা প্রশাসক ও সিটি মেয়রকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন স্মারকলিপি প্রদানকারীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status