দেশ বিদেশ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ-এর পিএইচডি ডিগ্রি অর্জন

স্টাফ রিপোর্টার

৩০ নভেম্বর ২০২০, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিইউপি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি’র বিষয় ছিল ‘Border Management Challenges of  Border Guard Bangladesh (BGB): Issues in Transnational Threat. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) এর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় গতকাল এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। সেনাবাহিনী প্রধানের পিএইচডি এর তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ ছাড়া, এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বিইউপি’র ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডি’র শিক্ষার্থী ছিলেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status