খেলা

পোল্যান্ড ওপেনে শাকিলের রৌপ্য

স্পোর্টস রিপোর্টার

৩০ নভেম্বর ২০২০, সোমবার, ৮:৪১ পূর্বাহ্ন

করোনাকালে দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া কঠিন। তাই শুটিং ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি আসার পর একের পর এক আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের শুটাররা। কিছুদিন আগে সিঙ্গাপুর ওপেনে রবিউল ইসলাম ও আব্দুল্লাহ হেল বাকী পদক জেতেন। এবার পোলিশ ওপেন কালিবার প্রতিযোগিতায় এয়ার পিস্তল ইভেন্টে রুপা জিতলেন শাকিল আহমেদ। এই পদক জিতে সবার মুখে হাসি ফুটিয়েছেন কমনওয়েলথ গেমসে পদকজয়ী পিস্তল শুটার। পোল্যান্ডের এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন আজারবাইজানের লুনেভ রুসলান। তার স্কোর ২৪১.৭। তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে বাংলাদেশের শাকিল ২৪০.১ স্কোর করে রুপা জিতেছেন। এছাড়া ইউক্রেনের কস্তভেইচ ওলেনা ২১৮.৮ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ। নভেম্বরের শুরুতে ইন্দোনেশিয়ান ওপেনে রুপা জিতেছিলেন শাকিল। যদিও এরপরই সিঙ্গাপুরের প্রতিযোগিতায় হন চতুর্থ। আবারও একটা রুপা জিতে বাংলাদেশের অন্যতম সেরা শুটার জানিয়ে দিলেন ফর্মটা তিনি হারাননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status