বিশ্বজমিন

নাইজেরিয়ায় ৪৩ কৃষকের শিরচ্ছেদ করলো সন্দেহভাজন ইসলামপন্থী সন্ত্রাসীরা

মানবজমিন ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ৭:১৫ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ধানক্ষেতে কাজ করার সময় অন্তত ৪৩ কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামপন্থী সন্ত্রাসীরা। এখনো আরো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে দেশটির পুলিশ। স্থানীয়রা বলছেন, হামলায় ৭০ জনের বেশি মানুষ মারা গেছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, নিহতদের ৩০ জনকে হত্যা করা হয়েছে শিরñেদ করে। শনিবার সকালে ওই হামলা করা হয়। এখনো কোনো সংগঠন এই ঘটনায় দায় স্বীকার করেনি। তবে এই অঞ্চলে বোকো হারাম ও ইসলামিক স্টেটের জিহাদিরা ব্যাপক হারে সক্রিয় এবং প্রায়ই তারা এ ধরণের হামলা পরিচালনা করে থাকে। রয়টার্স জানিয়েছে, ইসলামপন্থী সন্ত্রাসীদের হাতে অঞ্চলটিতে গত এক দশকে প্রাণ হারিয়েছে ৩০ হাজারেরও বেশি সাধারণ মানুষ।
শনিবারের ঘটনার নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। ঘটনাস্থলে শত শত ক্রন্দনরত মানুষ দেখতে পেয়েছেন সাংবাদিকরা। একাধিক জানাজার নামাজও দেখা গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ১০ নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে ওই স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কৃষকদের রক্ষায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status