বিশ্বজমিন

প্রশ্নের ধরন আগেই জানিয়ে দেয়া হবে জিসিএসই এবং এ-লেভেল শিক্ষার্থীদের

মানবজমিন ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ১১:৫১ পূর্বাহ্ন

কি কি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে তা আগেভাগেই জানিয়ে দেয়া হবে জিসিএসই এবং এ-লেভেল শিক্ষার্থীদের। আগামী গ্রীষ্মে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এ ব্যবস্থা করছে বৃটেনের শিক্ষা মন্ত্রণালয় ও পরীক্ষা নিয়ন্ত্রকরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা আরো বেশি উদারতার সঙ্গে যাচাই করার আহ্বান জানানো হবে। এ খবর দিযেছে অনলাইন ডেইলি মেইল। শিক্ষা মন্ত্রণালয় এবং পরীক্ষা নিয়ন্ত্রকরা এ পরিকল্পনা প্রকাশ করবে। নানাভাবে ক্ষতিগ্রস্ত বা শিক্ষা বিঘিœত হওয়া শিক্ষার্থীদের জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কাউকে কাউকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তারকা মার্ক দেয়া হবে। এ জন্য পরীক্ষার টপিক কি হবে তা আগেভাগে জানিয়ে দেয়া হবে হাজার হাজার জিসিএসই শিক্ষার্থীকে। অন্যদিকে শিক্ষার্থীরা যাতে ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, সেজন্য ভর্তির জন্য প্রয়োজনীয় গ্রেড নামিয়ে আনতে পারে কিছু বিশ্ববিদ্যালয়। তবে বলাবলি আছে যে, ইংল্যান্ডে জিসিএসই পরীক্ষা পুরোপুরি বাতিল হতে পারে। এমন উদাহরণ ওয়েলস এবং স্কটল্যান্ড তৈরি করেছে। তার ফলে ইংল্যান্ডে এমন প্রচারণা শুরু হয়েছে। কিন্তু রিপোর্ট বলছে, আগামী বছর জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় কতটুকু সিলেবাস থাকবে এবং এর পরিধি কতটা হবে সে বিষয়ে আগেভাবেই শিক্ষকদের জানিয়ে দেয়া হবে, যাতে তারা প্রশ্নের যথাযথ উত্তর দিতে সক্ষম হয়। এর আগে এ মাসের শুরুতে শিক্ষামন্ত্রী নিক গিব বলেছিলেন, পরীক্ষা কার্যক্রমকে আরো সুষ্ঠু করার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status