খেলা

শেষের গোলে লিভারপুলের হোঁচট, মৌসুমের বড় জয় সিটির

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ১১:০৩ পূর্বাহ্ন

লিড নিয়েও শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় হাতছাড়া লিভারপুলের। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটি ছন্দে ফিরেছে মৌসুমের সবচেয়ে বড় জয়ে। আগের ম্যাচে টটেনহ্যামের কাছে হারা সিটিজেনরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্নলিকে।

লিভারপুলের বিপক্ষে ২০তম মিনিটে লিড নিতে পারতো ব্রাইটন। স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন নিল মপে। ৩৪তম মিনিটে মোহাম্মদ সালাহর গোল অফসাইডের কারণে বাতিল করে ভিএআর। ৬০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লিভারপুল। সালাহর বাড়ানো বলে নিচু শটে লক্ষ্যভেদ করেন ডিয়েগো জোতা। ৮৪তম মিনিটে সাদিও মানের গোল অফসাইডের কারণে বাতিল করে ভিএআর। ম্যাচের যোগ করা সময়ে আরেকটি পেনাল্টি পায় ব্রাইটন। স্পটকিক থেকে গোল করে ব্রাইটনকে পয়েন্ট এনে দেন জার্মান মিডফিল্ডার পাসক্যাল গ্রস। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা টটেনহ্যামের সংগ্রহ ২০ পয়েন্ট।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেছেন রিয়াদ মাহারেজ। বেঞ্জামিন মেন্ডি সিটির হয়ে পেয়েছেন প্রথম গোল। আর ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথম গোলের স্বাদ পেয়েছেন ফেরান তোরেস। আগের আট লীগ ম্যাচে সিটিজেনরা করেছিল দশ গোল। চোটের কারণে ছিলেন না স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবুও বড় জয় পেতে সমস্যা হয়নি। প্রথমার্ধে জোড়া গোল করে মাহারেজ দলের জয় প্রায় নিশ্চিত করে রেখেছিলেন। বিরতির আগে মেন্ডি তৃতীয় গোল করলে তখনই খেলার ফল নির্ধারণ হয়ে যায় ইতিহাদে। ৬৬তম মিনিটে তোরেসের পর ৬৯ মিনিটে মাহারেজ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে পেপ গার্দিওলার দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status