খেলা

ঘরের মাঠে হারল ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ১০:৩২ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের মাঠে শেষ পাঁচ ম্যাচে কোন গোল করতে পারেনি দেপোর্তিভো আলাভেস। সেই দলটাই শনিবার রাতে রিয়ালকে হারিয়েছে ২-১ ব্যবধানে। দুই দশক পর রিয়ালের মাঠে জয়ের স্বাদ পেল আলাভেস। লা লিগায় শেষ তিন ম্যাচে দুটিতেই হারল জিনেদিন জিদানের দল। এই হারে দায়টা রিয়ালেরই। সার্জিও রামোসহীন রক্ষণের দুর্বলতা ছিল স্পষ্ট। সঙ্গে গোলরক্ষক থিবো কোর্তোয়া করেছেন দৃষ্টিকটু ভুল। প্রথমার্ধে এডেন হ্যাজার্ড চোট পেয়ে মাঠ ছাড়ারও প্রভাব পড়েছে লস ব্লাঙ্কোসদের খেলায়।

চ্যাম্পিয়নস লীগে ইন্টার মিলানের মাঠে জয় নিয়ে ফিরেছিল রিয়াল। দিয়েছিল ছন্দে ফেরার আভাস। লা লিগায় ফিরতেই আবার ছন্নছাড়া। পঞ্চম মিনিটে নাচো ফার্নান্দেসের হাতে বল লাগলে পেনাল্টি পায় আলাভেস। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন লুকাস পেরেস। চলমান আসরে প্রতিপক্ষকে পঞ্চম পেনাল্টি উপহার দিল রিয়াল মাদ্রিদ। যা রিয়াল ভায়াদোলিদের সঙ্গে যৌথ সর্বোচ্চ। গোল হজমের পরও নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থ জিদানের দল। রামোসকে ছাড়া রক্ষণভাগও ছিল ছন্নছাড়া। ২৩তম মিনিটে নিশ্চিত গোল হজম থেকে রিয়ালকে বাঁচান কোর্তোয়া। পাঁচ মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন এডেন হ্যাজার্ড। বেলজিক ফরোয়ার্ডকে হারিয়ে আরো চাপে পড়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে অমার্জনীয় ভুল করে বসেন কোর্তোয়া। রাফায়েল ভারানের ব্যাকপাস নিয়ন্ত্রণে নেন তিনি। সহজেই পাস বাড়াতে পারতেন দুই পাশে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে। কিন্তু এই বেলজিক গোলরক্ষক বল বাড়ালেন মাঝ বরাবর। ক্যাসেমিরোর উদ্দেশ্যে বাড়ানো বল মাঝপথেই নিয়ন্ত্রণে নেন আলাভেস স্ট্রাইকার হোসেলু। রিয়ালের সাবেক এই স্প্যানিশ স্ট্রাইকার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।

শেষ ১০ মিনিট মরিয়া প্রচেষ্টা চালায় রিয়াল। ৮৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট গোলরক্ষক ঠিকমতো ফেরাতে পারেননি। ফিরতি শটে গোল করেন ক্যাসেমিরো। জমে ওঠা শেষের লড়াইয়ে সমতা সূচক গোল পেতে গিয়েও পায়নি রিয়াল। শেষ মুহূর্তে ইসকোর শট ফেরে ক্রসবারে লেগে।

১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ২৩। এক ম্যাচ কম খেলেছে ডিয়েগো সিমিওনের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status