শেষের পাতা

শেয়ার বাজারে আশার আলো

অর্থনৈতিক রিপোর্টার

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ৯:১৭ পূর্বাহ্ন

পুঁজিবাজার থেকে ১ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করার অনুমতি পেয়েছে দেশের শীর্ষ ১০টি কোম্পানি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অনুমোদন দিয়েছে। এর মধ্যে দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও নিয়ে আসছে টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় শীর্ষ কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানিটি ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা তুলবে। এ ছাড়া রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, মীর আক্তার হোসাইন, লুব-রেফ বাংলাদেশ, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। এদিকে সম্প্রতি এনআরবি কমার্শিয়াল ব্যাংককে ১২০ কোটি টাকা তোলার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিএসইসি।

সংশ্লিষ্টরা জানান, আইপিওর মাধ্যমে মানসম্পন্ন কোম্পানি শেয়ারবাজারে আসলে বাজারে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ভালোর জন্য বেশি বেশি আইপিও আসতে দিতে হবে। তবে আইপিওর মান ভালো হতে হবে।
শেয়ারবাজারে আসার অপেক্ষায় থাকা কোম্পানিগুলো হলো-

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস: ফিক্সড প্রাইস মেথডে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা তুলবে প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। এর মধ্যে চাঁদার টাকা জমা নেয়া শেষ হয়েছে অক্টোবরে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ডমিনেজ স্টিল ২০১৯ সালে মুনাফা দেখিয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ১৫৩ কোটি।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ফিক্সড প্রাইস মেথডে টাকা তুলবে ১৬ কোটি। কোম্পানিটি ২০১৯ সালে ৭ কোটি ২ লাখ মুনাফা দেখিয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মোট সম্পদ ১০৫ কোটি ৫৮ লাখ টাকা। রিটার্ন অন অ্যাসেট ৬.৬৪%; নিট প্রফিট মার্জিন ১৩.৩০ শতাংশ।
রবি আজিয়াটা: প্রতিষ্ঠানটি ফিক্সড প্রাইস মেথডে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা তুলবে। ২০১৯ সালে রবি মুনাফা দেখিয়েছে ১৬ কোটি ৯৮ লাখ টাকা। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী রবি’র মোট সম্পদ ১৭ হাজার ১৯৭ কোটি টাকা। রিটার্ন অন অ্যাসেট ০.১০%। এর অর্থ ১০০ টাকার সম্পদ ব্যবহার করে ১০ পয়সা মুনাফা হয়েছে। রবি’র নিট প্রফিট মার্জিন ০.২৩%। অর্থাৎ ১০০ টাকার বিক্রিতে ২৩ পয়সা মুনাফা হয়েছে। এদিকে চলতি বছর মুনাফা ও রাজস্ব আয় বেড়েছে।

তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ: খাদ্য ও সহযোগী খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ফিক্সড প্রাইস মেথডে ৩০ কোটি টাকা তুলবে। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট সম্পদ ১৬৩ কোটি টাকা। রিটার্ন অন অ্যাসেট ৩.৭৯ শতাংশ; নিট প্রফিট মার্জিন ৬.৬৮ শতাংশ।

ই-জেনারেশন: তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন ফিক্সড প্রাইস মেথডে ১৫ কোটি টাকা তুলবে। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট সম্পদ ১৩১ কোটি ২৫ লাখ টাকা। রিটার্ন অন অ্যাসেট হচ্ছে ৮.৩০%। নিট প্রফিট মার্জিন ২৯.৯৫%।

মীর আক্তার হোসাইন লিমিটেড: বুক বিল্ডিং মেথডে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা তোলার অনুমতি পেয়েছে মীর আক্তার হোসাইন লিমিটেড। মীর আক্তারের শেয়ারের কাট অব প্রাইস বা প্রান্তঃসীমা মূল্য ৬০ টাকা ঠিক হয়েছে। এর থেকে ১০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পাবেন।

লুব-রেফ বাংলাদেশ: বুক বিল্ডিং মেথডে ১৫০ কোটি টাকা লুব-রেফ বাংলাদেশ। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, লুব-রেফ বাংলাদেশের মোট সম্পদ ৫০৪ কোটি ৭৩ লাখ টাকা; রিটার্ন অন অ্যাসেট ৪.১১% ও নিট প্রফিট মার্জিন ১৩.৫৪ শতাংশ।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ: বুক বিল্ডিং মেথডে ৫০ কোটি টাকা তুলবে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট সম্পদ ৩১৮ কোটি ১২ লাখ টাকা; রিটার্ন অন অ্যাসেট ৮.৬৭% ও নিট প্রফিট মার্জিন ৬.৩৭ শতাংশ।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড: বুক বিল্ডিং মেথডে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড বাজার থেকে ১৫০ কোটি টাকা তুলবে। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এনার্জিপ্যাকের মোট সম্পদ ৩ হাজার ২০৪ কোটি টাকা; রিটার্ন অন অ্যাসেট ১.৫০% ও নিট প্রফিট মার্জিন ৩.৩৩ শতাংশ।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: দেশের পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আইপিও’র অনুমোদন করেছে বিএসইসি। প্রাপ্ত তথ্যমতে, এনআরবি কমার্শিয়াল ব্যাংক  শেয়ারবাজার ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির ২০২০ সালের ৩০শে জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেটভ্যালু ১৩.৮৬ টাকা। গত ৫ বছরের গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status