দেশ বিদেশ

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সাল ভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আগামী ৫ই ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শনিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে ওই পদের নিয়োগ পরীক্ষা কবে নেয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই ৭ ব্যাংক হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৬৪টি, জনতা ব্যাংকে ১৩৯টি, রূপালী ব্যাংকে ২১১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৮টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর ৩০টি এবং কর্মসংস্থান ব্যাংকে ৬টি শূন্য পদ ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status