বাংলারজমিন

আলেম-ওলামাদের দেশে মূর্তি সংস্কৃতি চলতে দেয়া হবে না

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৯ নভেম্বর ২০২০, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ যুবায়ের আহমদ আনসারী (র.) এর স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী। বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আবদুল আজিজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মুফতি মুহসিনুল হাসান, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মুফতি আবদুর রহিম কাসেমী, মাওলানা আসাদুল্লাহ আল গালীব আনসারী, মঈনুল ইসলাম খন্দকার প্রমুখ। বক্তারা, ইসলাম প্রচারে এবং সমাজে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠায় আল্লামা যুবায়ের আহমদ আনসারীর বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও ভাস্কর্য নির্মাণের বিষয়ে তারা বলেন, আলেম-ওলামাদের দেশে মূর্তি সংস্কৃতি চলতে দেয়া হবে না। তারা সরকারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে দেশ ও জাতির কল্যাণ ও আল্লামা যুবায়ের আহমদ আনসারীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status