শেষের পাতা

করোনায় আরো ২০ জনের মৃত্যু শনাক্ত ২২৭৩

স্টাফ রিপোর্টার

২৮ নভেম্বর ২০২০, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৬ হাজার ৫৪৪ জন মারা গেলেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৭৩ জন। এখন পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২২৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, দেশে ১১৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৯২২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩৭৮টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ৩ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৫ হাজার ২৪ জন এবং  নারী ১ হাজার ৫২০ জন। বয়স বিবেচনায় দেখা যায়, ৬০ বছরের উপরে রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ৩ জন করে, খুলনা বিভাগের ২ জন, রাজশাহী ও রংপুর বিভাগের ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৭২ জন, ছাড়া পেয়েছেন ৭৮৮ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ১১১ জন, ছাড়া পেয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ২৩৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ লাখ ৮৭৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ২৩০ জন, ছাড়া পেয়েছেন ১১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯০ হজার ৬৬৩ জন, ছাড়া পেয়েছেন ৭৭ হাজার ৯৪৭ জন।  এখন আইসোলেশনে আছেন ১২ হাজার ৭১৬ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status