বাংলারজমিন

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২৮ নভেম্বর ২০২০, শনিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীর শাহমখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকালে কলেজের হোস্টেলে শীতের কাপড় নিতে গেলে শিক্ষার্থীদেরকে বাধা দেয়া হয়। পরে অনুমতি পেয়ে হোস্টেলে প্রবেশ করতে থাকেন শিক্ষার্থীরা। এসময় বহিরাগত কয়েকজন ক্যাডার দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় কয়েকজনের হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। চন্দিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্য বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনহীন এই  প্রতিষ্ঠানটিতে কয়েক দফায় ২২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। গত ২রা নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ২৫শে অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status