বাংলারজমিন

সিলেটে পাথর ব্যবসায়ীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৮ নভেম্বর ২০২০, শনিবার, ৮:২৩ পূর্বাহ্ন

সিলেটের সকল পাথর কোয়ারি সমূহ খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকরিপি প্রদান করেছে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার ব্যবসায়ী ও শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে স্মারকলিপি প্রদান করা হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অপর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- বৃহত্তর সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, ছাতক সহ ওই অঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ যুগ যুগ ধরে পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত কয়েক বছর ধরে পাথর কোয়ারি সমূহে পাথর উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। দেখা দিয়েছে প্রান্তিক এ জনপদে দুর্ভিক্ষের পদধ্বনি। পাথর সংশ্লিষ্ট হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সর্বস্বান্ত। হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করে আজ দেউলিয়া। ১০ সহস্রাধিক ব্যবসায়ী ঋণ খেলাপী হয়ে দেনা শোধ করতে না পেরে পলাতক জীবনযাপন করছেন। তাই আগামী ৭ দিনের মধ্যে সিলেট বিভাগের সকল পাথর কোয়ারি সমূহ খুলে না দিলে স্মারকলিপিতে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ গোলাম হাদী ছয়ফুল, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদ ও জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সাধরণ সম্পাদক মো. আমির উদ্দিন, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল মেম্বার, সদস্য সচিব মো. নুরুল আমিন, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ এবং জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, কোষাধ্যক্ষ শানুর মিয়া, জাফলং পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, সদস্য মিনহাজুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শওকত আলী বাবুল, সিলেট জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জুবের আহমদ, দপ্তর সম্পাদক বাবুল আহমদ, নির্বাহী সদস্য আলী আহমদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status