বাংলারজমিন

বগুড়ায় আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২০, শনিবার, ৮:২৩ পূর্বাহ্ন

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই উত্তরপাড়ার আ. হাকিম সরকারের ছেলে ইকবাল হোসেন সরকার (৪০), একই জেলার দেবিদ্বার উপজেলার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)। দুইজনই সংগঠনের দাওয়াহ বিভাগের সদস্য। গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা একটি ওয়ানশুটার গান, ০২ রাউন্ড গুলি, বোমা তৈরির বিস্ফোরক উপাদান, ০১টি চাপাতি, ২৫টি পুস্তক ও ৫০টি প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের আনসার আল-ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।  তারা দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করেন বলেও স্বীকার করেন। তারা বিগত ৫ বছর ধরে সংগঠনের দাওয়াহ বিভাগের কার্যক্রমের অংশ হিসেবে দেশের ১৪টি জেলায় নিয়মিত সফর করেছেন। আনসার আল-ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাদের এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে যোগাযোগ হয় হলে জানান। বিভিন্ন জেলা সফর করে তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ ও তাদের কর্মীদের মধ্যে অর্থ বিলি করতো। এ বিষয়ে বগুড়া সদর থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাস বিরোধী আইনে পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতে হাজির করে ০৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status