কলকাতা কথকতা

কলকাতা কথকতা

মমতার ঘোষণা, বাংলার ১০০ শতাংশ মানুষের জন্য স্বাস্থ্যবীমা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, ৯:৩৩ পূর্বাহ্ন

বাংলার একশো শতাংশ মানুষকে, প্রতিটি পরিবারকে সরকারি স্বাস্থ্যবীমার অধীনে আনার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর ফলে রাজ্যের প্রতিটি পরিবার বার্ষিক পাঁচলক্ষ টাকার স্বাস্থ্যবীমা পাবেন। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও এই বীমা কার্যকর হবে এইমস এবং ভেলোরের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজেও। এর জন্যে সরকারের বছরে দু’ হাজার কোটি টাকা ব্যায় হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বীমা করানোর জন্যে ছোটাছুটি করতে হবে না। একটি স্মার্ট কার্ডের মাধ্যমেই এই সুবিধা পাওয়া যাবে। ডিসেম্বর থেকেই সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা লিপিবদ্ধ করবে। একুশের নির্বাচনের আগে মমতা বন্দোপাধ্যায় এর এই পদক্ষেপ নিঃসন্দেহে বড় ঘটনা। বিরোধীরা সমালোচনা করতে ছাড়েননি। বিজেপি নেতা শমীক ভট্টাচাৰ্য বলেন, ক্ষমতা থেকে চলে যাবেন এই আশঙ্কাতেই এই ঘোষণা। কোনও বাস্তব ভিত্তি নেই। সিপিএম এর মোহাম্মদ সেলিম বলেন, ডিজিটাল রেশন কার্ড ঘোষণা সত্ত্বেও এই সরকার করতে পারেনি, আবার স্বাস্থ্যবীমা ! দেখতে হবে কাটমনির কোনও ব্যাপার আছে কিনা। তৃণমূল নেতারা প্রচারে ধন্য ধন্য করছেন মমতা বন্দোপাধ্যায়কে, বলছেন মমতার মমতাস্পর্শ এবার আরও ভালোভাবে পাবে বাংলার মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status