খেলা
দুই হাতে দুই ঘড়ি পরতেন যে কারণে
স্পোর্টস রিপোর্টার
২০২০-১১-২৭
ব্যক্তি জীবনে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছেন তেমনি বিতর্ক কখনো পিছু ছাড়েনি দিয়েগো ম্যারাডোনার। প্রায়ই থাকতেন খবরের শিরোনামে। তবে শেষ কিছুদিন অসুস্থতা নিয়েই বার বার শিরোনামে এসেছিলেন তিনি। তার একটি অদ্ভুত শখও ছিল। ম্যারাডোনার একইসঙ্গে দুই হাতে দুই ঘড়ি পরতেন। দামি ঘড়ির প্রতি দারুণ আকর্ষণ ছিল তার। বিদেশে গেলে দুই হাতে ঘড়ি পরা ছিল তার অভ্যাস। এই ছবি বহু জায়গায় প্রকাশিত হয়েছে। বিদেশে গেলে শুধুমাত্র স্থানীয় সময় দেখলে ম্যারাডোনার চলতো না। নিজের দেশ আর্জেন্টিনার সময়ও দেখতেন তিনি। বৃটিশ দৈনিক ডেইলি সান জানিয়েছে, একটি ঘড়িতে থাকতো তার জন্মস্থান আর্জেন্টিনার সময় আর অন্যটিতে তিনি যেখানে অবস্থান করতেন তার স্থানীয় সময়। এটাই হলো ম্যারাডোনার দু’টো ঘড়ি পরার রহস্য। ম্যারাডোনা মোটেও মিতব্যয়ী ছিলেন না। হীরার দুল পরতেন তিনি। চোখে থাকতো দামি সানগ্লাস। বিলাসবহুল গাড়িও ছিল তার। ম্যারাডোনার বাড়িও বিলাসবহুল ও চকচকে।