বিশ্বজমিন

আমাদের যুদ্ধ করোনার বিরুদ্ধে- বাইডেন

মানবজমিন ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৩:২৯ পূর্বাহ্ন

বিভক্তির ভয়াবহতার ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তিনি বলেছেন, আমরা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমাদের যুদ্ধ হলো করোনা ভাইরাসের বিরুদ্ধে। থ্যাংসগিভিং ছুটির দিন উপলক্ষে তিনি এক ভাষণে একথা বলেছেন। বলেছেন, সামনেই কঠিন শীতের সময়। এ সময় দেশ ভয়াবহতার ভিতর দিয়ে যেতে পারে। কারণ, শীতে করোনা ভাইরাসের বিস্তার ঘটে দ্রুতগতিতে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২২০০০। মে মাসের পর এটাই সর্বোচ্চ সংখ্যা সেখানে। দেশে যখন এই পরিস্থিতি তখন ৩রা নভেম্বরের ফল পাল্টে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা। পেনসিলভ্যানিয়া রাজ্যের রিপাবলিকান আইনপ্রণেতারা বুধবার একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। হোয়াইট হাউজ থেকে তাতে ফোনে যোগ দেন ট্রাম্প। এ সময়ও তিনি নির্বাচনে তার প্রমাণহীন ভোট জালিয়াতির অভিযোগ করেন আবারও। তিনি বলেন, আমাদেরকে নির্বাচন পাল্টে দিতে হবে। কারণ, এই নির্বাচন ছিল জালিয়াতির। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু তার আইনজীবী রুডি গিলিয়ানির দু’জন সহযোগীর করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ফলে তিনি সেই সফর বাতিল করেন। ওদিকে জেনারেল সার্ভিসেস এডমিনিস্ট্রেশনের স্বীকৃতি অনুযায়ী এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তারা এরই মধ্যে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। এর প্রধান এমিলি মারফি খরচ হিসেবে বাইডেনকে ৬৩ লাখ ডলার দেয়ার কথা বলেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status