বাংলারজমিন

শ্যামনগরে হেলথ এসোসিয়েশনে চাকরিজীবীদের কর্মবিরতি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ২:৫৯ পূর্বাহ্ন

"ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’’- এ শ্লোগানের আওতায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ৮টা থেকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিগণ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের শ্যামনগর উপজেলা সভাপতি মেফতাউল হক (রাজিব) ও সাধারণ সম্পাদক ভবসিন্ধু মন্ডল জানান, স্বাস্থ্য পরিদর্শক- ১১ গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শক- ১২ গ্রেড ও স্বাস্থ্য সহকারি- ১৩ গ্রেড এবং প্রশিক্ষন পরবর্তী স্বয়ংক্রিয় ভাবে ১১তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবীতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করতে এ কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক কুদরত-ই- ইলাহী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status