কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাম - কংগ্রেসের ডাকা ভারতবন্ধে জনজীবন বিপর্যস্ত

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-১১-২৬

বাম ও কংগ্রেসি ট্রেডইউনিয়নগুলির ডাকা ভারত বন্ধে বিপর্যস্ত হল স্বাভাবিক জীবন।  কলকাতা সহ বঙ্গে  পথ অবরোধ,  রেললাইন অবরোধের ফলে পরিবহন ব্যবস্থা কার্যত  অচল  হয়ে যায়। সরকারি - বেসরকারি বাস চলে মুষ্টিমেয়। কিছু অটো চললেও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত ছিলনা।  একই ছবি গোটা বাংলায়।  পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় অফিসে হাজিরার পরিমাণও কম ছিল।  রাজ্য সরকারি দেড় হাজার সরকারি ও চারহাজার বাড়তি বেসরকারি বাস রাস্তায় নামবে বলে ঘোষণা করলেও কার্যত টিকি দেখা যায়নি বাসের।  বাস না থাকলেও রাস্তায় ছিল প্রচুর পুলিশ। বন্ধ সমর্থনকারীদের  সঙ্গে তাদের বেশ কয়েকটি জায়গায়
ধস্তাধস্তিও হয়।  একুশের নির্বাচনের আগে বাম কংগ্রেসের কাছে এই  ধর্মঘট সফল করানোটা ছিল চ্যালেঞ্জ।  সেই চ্যালেঞ্জর মোকাবিলায় তারা যে আংশিক সফল তার পরিচয় শহরের রাস্তাঘাটে।   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status