জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
কলকাতা কথকতা (১ মাস আগে) নভেম্বর ২৫, ২০২০, বুধবার, ৮:১০ পূর্বাহ্ন
ভারতের অর্থনৈতিক অবস্থা এবং নানা বৈষম্য নিয়ে বৃহস্পতিবার ডাকা কেন্দ্রীয় ট্রেডইউনিয়নগুলির ধর্মঘট রুখতে নানা ব্যবস্থা নিল মমতা সরকার। পরিবহন ইউনিয়নগুলির সঙ্গে বৈঠকে স্থির হল বৃহস্পতিবার ধর্মঘটের দিনে দেড় হাজার বাড়তি সরকারি বাস ও চারহাজার বেসরকারি বাস চালানো হবে। রাস্তায় থাকবে অটো, মিনিবাস ও ক্যাব। সরকারের ডাকা এই বৈঠকে যোগ দেয়নি বাম ও কংগ্রেস শাসিত পরিবহন ট্রেড ইউনিয়নগুলি। রাজ্য সরকার ঘোষণা করেছে যে কোনও বাস ভাঙচুর হলে বিমার ব্যবস্থা করা হবে। রাজ্যে ট্রেন চালানোর ব্যাবস্থাও করা হয়েছে বলে এক সরকারি মুখপাত্র জানান। চলবে মেট্রোও। বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বাম ও কংগ্রেস উঠে পড়ে লেগেছে ধর্মঘট সফল করতে বৃহস্পতিবার তারা শক্তির পরীক্ষা দিতে চায়।