শিক্ষাঙ্গন

সংশোধন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন

স্টাফ রিপোর্টার

২৫ নভেম্বর ২০২০, বুধবার, ১০:৩১ পূর্বাহ্ন

দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ সংশোধন করা হয়েছিল ২০১০ সালে। ২০১০ সালের সেই আইন আবার সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


মঙ্গলবার এক আদেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’র (ইউজিসি) একজন সদস্যকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব। অন্য সদস্য হলেন- বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একজন সদস্য।


মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সঙ্গ ব্যবস্থাপনার জন্য ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, সংযোজন, পরিবর্তন বা পরিমার্জন এবং যুগোপযোগী করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status