দেশ বিদেশ

বৃটেনকে চীন

ঔপনিবেশিক মানসিকতা, কপটতা, দ্বিমুখী নীতি কমান

মানবজমিন ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, বুধবার, ৯:৩৭ পূর্বাহ্ন

ঔপনিবেশিক মানসিকতা, কপটতা ও দ্বিমুখী নীতি কমিয়ে আনতে বৃটেনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃটেনের সাবেক উপনিবেশ হংকং ইস্যুতে ৬ মাস ধরে বৃটেনের অবস্থানের জবাবে এমন তিরস্কারপূর্ণ কথা বলেছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, প্রথমে হংকংয়ের নিরাপত্তা ইস্যুতে একটি আইন পাস করে চীন। সমালোচকরা বলেন, এর অধীনে কার্যত হংকংবাসীর স্বাধীনতার অধিকার হরণ করা হয়েছে।  তারো পুরোদস্তুর চীনের অধীনে চলে গেছেন। চীনের সঙ্গে তাদের কোনো দ্বিমত করার সুযোগ নেই। সর্বশেষ নতুন একটি আইন পাস করে বেইজিং। সেই আইন পাস করার সঙ্গে সঙ্গে হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলের বিরোধীদলীয় চারজন আইন প্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বৃটেন। এমনকি হংকংয়ের কেউ বৃটেনে আশ্রয় চাইলে তাদেরকে সেখানে নাগরিকত্ব দেয়ার কথাও বলা হয়েছে। এসব বিষয় চীনের কাছে সুখকর মনে হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status