বাংলারজমিন

নোয়াখালী পৌরসভার ৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৫ নভেম্বর ২০২০, বুধবার, ৮:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালী পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভা হলরুমে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভায় অর্থায়নে ১৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, সোনাপুর পৌর বাস টার্মিনাল,  পৌর কিচেন মার্কেট ও সুপার মার্কেট। নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে প্রকল্প উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান। এছাড়া ও আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল, কাউন্সিলর ফকরুউদ্দিন মাহমুদ, জাহিদুর রহমান শামীম, নাছিম উদ্দিন সুনাম, রফিকুল বারী আলমগীর, পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম সাইফ উদ্দিন সোহান সহ গণমান্য ব্যক্তিবর্গ ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status