বাংলারজমিন

ফিজিওথেরাপি সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২৫ নভেম্বর ২০২০, বুধবার, ৮:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে নিউ লাইফ ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টারে ডাক্তার পদবি না থাকা সত্ত্বেও ব্যবহার, ঘষামাজা মূল্যতালিকসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা। এছাড়া শহরের ঘাটিয়াবাজারের বাঁধন ও প্রিয় ছিটঘরে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এদিকে শহরের রাজনগর এলাকায় রাস্তার উপর বালু ও পাথর রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমান করা হয়। অন্যদিকে শহরে অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে যাত্রী বহন এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুইটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও বিএসটিআই পরিদর্শক মো. মাসুদ রানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status