বাংলারজমিন

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৬:৫২ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্সের টাকা,  ভিজিডির চাল ও শিশুখাদ্য আত্মসাত,   ইউপি সদস্যের স্বাক্ষর জাল ও ইচ্ছামতো পরিষদ পরিচালনার অভিযোগ তদন্তে প্রমাণ হওয়ায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৩নং  চামরদানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকিরুল ইসলাম মান্নাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সোমবার বিকেলে  ধর্মপাশা   উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম মান্নাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ৩ লাখ ৮৮হাজার ৮৫০ টাকার হোল্ডিং ট্যাক্স আদায় করে মাত্র ৪৮ হাজার টাকা ব্যাংকে জমা করেছেন।বাকী টাকা আত্মসাত করেছেন।
এছাড়া তার বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল ও শিশুখাদ্য আত্মসাত, ইউপি সদস্য ওয়াসিল আহমদ জেলহাজতে থাকাকালে তার স্বাক্ষর জাল করে পরিষদের কার্যাক্রম পরিচালনা করা ও একক সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদ পরিচালনা করাসহ দায়িত্ব পালনে অবহেলার নানা অভিযোগের প্রাথমিকভাবে স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে । এ কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখা থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status