খেলা

সাকিবের ফেরার দিনে নেই শুধু মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৫২ পূর্বাহ্ন

গেল বছর ২১শে সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। ওটা তার নেতৃত্বের শেষ ম্যাচও। এরপর ক্রিকেট জুয়াড়ির প্রস্তাব গোপন করায় তাকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ২৯শে অক্টোবর থেকে তার খেলতে কোনো বাধা নেই। তিনি মাঠে ফিরছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে। অন্যদিকে আজ তার মাঠে ফেরার দিনে থাকছেন না দেশের আরেক মহা তারকা মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির কারণে প্রথমবারের মতো দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাইরে মাশরাফি। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে (বিপিএল) চারবার চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন তিনি। দেশের সেরা ওয়ানডে অধিনায়ক এবছর  ফেব্রুয়ারিতে ইতি টেনেছেন তার নেতৃত্বের অধ্যায়ের। তার পর তার আর মাঠে খেলা হয়নি। করোনা বিরতি ভেঙে শুরু হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে ছিলেন না। তবে মাশরাফি ফিট হলে তাকে ড্রাফটের বাইরে থেকে নিতে পারে যে কোনো দল। সেই হিসেবে হয়তো খেলতেও পারেন এই আসরে। মাশরফি না থাকলেও সাকিব ফেরায় সতীর্থরা দারুণ উচ্ছ্বসিত। মুশফিকুর রহীম বলেন, ‘এটা তো অবশ্যই বড় একটা বিষয়। কেবল আমি না আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার। আশা করছি আমাদের বিপক্ষে ছাড়া যাতে অন্য সবার বিপক্ষে ভালো খেলে! কোনো সমস্যা নাই। এটা পুরো টুর্নামেন্টের জন্যই বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে যারা খেলবে তরুণ, তারা অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয় এটা ভবিষ্যতেও খুব কাজে দিবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, যারা লোকাল প্লেয়ার আছে তাদের জন্য এটা ভালো সুযোগ তার সঙ্গে শেয়ার করা এবং অনেক কিছু শেখার।’
আজ তামিম ইকবালের দলের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল। তবে প্রতিপক্ষ হলেও তামিম জানিয়ে দিলেন সাকিবের জন্য তার অপেক্ষার কথা। তামিম বলেন, ‘আমি নিশ্চিত ওর (সাকিব আল হাসান) জন্য অনেক বড় দিন। কারণ ও অলমোস্ট এক বছর পর মাঠে ফিরছে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ, ওর ক্যালিবারের মতো প্লেয়ার ফিরে এলো। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করবো ও যত কম ইমপ্যাক্ট ফেলতে পারে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status